তুই নাকি মা পরম স্নেহময়ী
সবার প্রিয় তোর আদরের ছেলে,
তবে আমায় কেমনে ভুলে রলি
বলমা আমায় কেমনে দিলি ফেলে?
হতে পারি শত অপরাধী
তবুও মা আমি তো তোর ছেলে?
ভাবতে পারিস সাজা দিছিস তুই
করে আমায় মায়ের আদর হারা,
কিন্তু আমি নইত তেমন তর
তাড়িয়ে দিলেই চলে যাবে যারা।
চোখ বুজলেই পাইযে তোরে কাছে
তখন কি তুই পারিস ঠেলে দিতে?
আমি তখন খেলি তোমার সাথে
তখন যে তুই আমার বড় মিতে।
আদর করিস, গল্প শোনাস কত
ছোট্ট কালের মানিক সোনার মত।
কে বলে মা তুই যে কাছে নাই
ঘুমের ঘোরেও স্বপ্নে তোরে পাই,
এইতো সেদিন জ্বরের ঘোরে যখন বকি ভুল,
সারা রাত্রি শিথানে তুই, বলমা সেসব ভুল?
ওরা সবাই অবুঝ। বলে, ‘হতেই পারে না।’
আমি বলি, ক্যান হবে না? তুই যে আমার মা!