ভালোবাসি বাংলা
ভালোবাসি বাঙালি
বাংলার ফল-ফুল
পাখিদের কাকলী।
ভালোবাসি বাংলার
নদী-নালা-মাঠ
এঁকে বেঁকে চলা পথ
ধূলো মাখা হাট।
ভালোবাসি বাংলার
মাটি ভেজা গন্ধ
বাংলার সুর-তাল
যাদু ভরা ছন্দ।
প্রাণ ভরে দেখি আমি
বাংলার অপরূপ
বাংলায় খুঁজে পাই
পৃথিবীর সব সুখ।
মনে-প্রাণে ভালোবাসি
বাংলার শ্যামলী
ভালোবাসি বাংলাকে
আমি এক বাঙালি।
বেঁচে আছি বেঁচে রব
বাংলার জন্য
বাংলায় জন্মেছি
এ জীবন ধন্য।