বন্ধু, তোমার কথা আজ পড়ছে বড়ই মনে,
কত দিন হল দেখিনি তোমায়, কথা নেই দুইজনে।
সেই যে তুমি বলেছিলে মোরে, ‘ভুলবনা কোনও দিন’;
হৃদয়ের বাঁধনে বাঁধা আছি তায়, আজন্ম, চিরদিন।
জানিনা তুমি আছহ কেমন, আছ কি সেই তেমন?
যেমনি আমি এসেছি দেখে, ঘাস ফুলটির মতন?
আজও কি তুমি মনে কর আমায়? জ্যোৎস্না মায়ের কোলে
বসে কি ভাবো? বন্ধু তোমার কোথায় গেছে চলে।
আলো আঁধারি মায়াবি সন্ধ্যায় হয়তো মনের ভূলে
কোনও দিন তুমি ডেকে ওঠ কি ‘বন্ধু আছো ?’ বলে?
বন্ধু, তোমার কথা আজ পড়ছে বড়ই মনে
বুক ভরা ব্যথা, বলা হয়না, তুমি নাই মোর সনে।
তুমি ছিলে মোর জীবন প্রভাতে শুভ শুক্রতারা
নিশীথে তুমি ধ্রূবজ্যোতি সম, জ্যোৎস্নামৃত ধারা।
তুমি ছিলে মোর খেলার সাথী, গুরুদেব ছিলে তুমি,
তুমিই আমাদের বন্ধু মহলের ছিলেহে মধ্যমনি।
বন্ধু, তোমার কথা আজ পড়ছে বড়ই মনে,
বড় কষ্ট এই বুকে, বলব যেদিন দেখা হবে দুইজনে।