লোকগুলো ধুঁকে ধুঁকে মরছে
নেতাগণ জোচ্চুরি করছে
বিপন্ন জীবন আজ
তবু ওরা নির্লাজ
রেশনের চাল চুরি করছে।
লোকগুলো হেঁটে হেঁটে বাড়ি যায়
অমানুষে দেখে দেখে মজা পায়
বিপন্ন মানবতা
কোথায় ভারত মাতা?
ছেলে পুলে নিয়ে কচু পাতা খায়।
লোকগুলো হায় হায় করছে
অনাহারে-করোনায় মরছে
অবহেলে বিজ্ঞান
করে তাকে অপমান
মুর্খেরা গোমূত্র ধরছে।
লোকগুলো আজ গৃহে বন্দী
এই ফাঁকে ওরা আঁটে ফন্দি
বিপন্ন জনতা
নিয়ে অসহায়তা
সরকার-পুঁজিপতি সন্ধি।
লোকগুলো ভগবান ছেড়েছে
ভগবানও লোকেদের ছেড়েছে
মন্দির বন্ধ
মসজিদ বন্ধ
ধর্ম-ব্যাবসা আজ কমেছে।
লোকগুলো ভেদাভেদ ভুলছে
এক সাথে এক পথে চলছে
নেই কোন বেড়াজাল
সব রক্তই লাল
জীবনের বিনিময়ে বুঝছে।