একটা কবিতা পেয়েছি কুড়িয়ে
জানিনা যে কার,
রেখেছি যতন করে, নিয়ে নিও
হারিয়েছে যার।
খানিক আছে দুঃখ তাতে
খানিক আছে সুখ,
কিছু আছে হাসি-খুশি
কিছু ভাঙা বুক।
খানিকটা তার কান্না ভেজা
খানিক মরুভূমি,
একটুখানি অচেনা তার
একটুখানি চিনি।
একটু আছে খুশির ঝিলিক
একটু চোখের জল,
সব মিলিয়ে সেটি যেন
বিষবৃক্ষের ফল।
এখনো জানিনা আমি
কবিতাটা কার,
মনে করে নিয়ে নিও
হারিয়েছে যার।