গাছ নিয়ে ছড়া

গাছ হল অমূল্য ধন
রতনের রতন,
তাই গাছ রক্ষা করতে
হও সচেতন।

গাছ আমাদের কাঠ দেয়
দেয় ফুল ও ফল,
গাছের ডালেই বাঁধে বাসা
যত পাখির দল।

গাছের মত প্রিয় বান্ধব
আর নেই তো কেহ,
গাছ আমাদের ছায়া দেয়
কত আদর স্নেহ।

গরম কালে কাঠ-ফাটা রোদ
একেবারে প্রানান্তি,
গাছের নিচে গেলে তুমি
পাবে পরম শান্তি।

বাতাসের বিষাক্ত কার্বন
গাছ শুষে নেয়,
পরিবর্তে আমাদেরকে
অক্সিজেন দেয়।

আদিম যুগের মানুষ তারা
পারত না ঘর বাঁধতে,
গাছের নিচে গাছের ডালে
থাকত তারা রাত্রে।

গাছেরাও হাসে কাঁদে
ওদেরও আছে প্রাণ,
জগদীশ চন্দ্র এই কথাটি
করেছেন প্রমান।

যদি কোনও কারনে সব
গাছ নষ্ট হয়,
তবে তো তক্ষুনি এই
জগৎ হবে লয়।

গাছের কথা বলব কী ভাই
গাছ যদি না থাকত,
তবে এই পৃথিবীতে
কেউ কি কভূ বাঁচত?

অযথা গাছ কাটব না তো
যদি কাটি একটা,
তার বদলে তবে আরও
লাগাবো পাঁচ-পাঁচটা।

গাছ আছে তাই আমরা আছি
গাছের জন্যই সবাই বাঁচি,
একটি গাছ অনেক প্রাণ
প্রাণ খুলে গাই গাছের গান।

গাছ আমাদের জীবন দাতা
গাছ নিয়ে তাই ভাবি,
গাছ নিয়ে তাই এখন আমি
গাছের ছড়া গাঁথি।

এখন যারা ছোট্ট তোমরা
গাছকে ভালো বাসো,
গাছের কথা ভাবতে ভাবতে
মানুষ হয়ে ওঠো।

(১)
গরম কালে পাকে আম
কাঁঠাল আর কালোজাম
মল্লিকা মালতি ফোটে রে,
যত সব প্রজাপতি
করে তারা নাচানাচি
সৌরভে যত অলী জোটে রে।

(২)
কামিনী কেতকী এসে
বর্ষার জলদেশে
করে কত রঙ্গ,
যুঁই দোপাটিও সে
চলে আসে অবশেষে
ধরে তার সঙ্গীর সঙ্গ।

(অসম্পূর্ণ)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is Copyrighted !!