(সকল) ‘ভোট পাখি’রা গেছে উড়ে
(তারা) আসবে বছর পাঁচেক পরে
(কিন্তু) দুলাল দাদার আনাগোনা
(আমি) আজও দেখি গরীব ঘরে।
(তাতে) নেই কোনও কৃত্রিমতা
(আর) ডাবের জল খেয়ে থাকা
(আমার) দুঃখের সাথী, সমব্যথী
(আসল) গরীব বন্ধু সেই তো ওরে।
(কোনও) ভোট ভিক্ষুকের নেইকো টিকি
(তারা) এবার ভোটে আসুক দেখি
(এবার) শুনব আমি ভন্ডরা সব
(বাবু) কোথায় ছিলে বছর ভরে?
(তুমি) এসি’র পাখি এসি’তে যাও
(আছি) আমরা ভালো মাটির ঘরে।
(শুধু) ভোটের সময় এত আদর
(আর) ভোট ফুরালে নেইতো কদর
(তাই) অনেক ঠকে চিনছি তোমায়
(আমরা) চাইনা আরও ঠকতে ওরে,
(ভাই) গরীব আমি গরীব তুমি
(এই) গরীব দুলাল আমার তরে।
এটাই reply হওয়া উচিত সাধারণ মানুষের নেতাদের প্রতি, কিন্তু বাস্তবে ভোটারা মূর্খ হয়েই থাকতে পছন্দ করে মনেহয়!