একদিকে মানুষ আর দিকে প্রকৃতি
এ যেন অপূর্ব এক যুগল মুরতি,
দিয়াছ তোমার দান উজাড় করিয়া
সাজায়েছ দুয়ে তুমি পরান ভরিয়া,
সৃজিয়াছ দোঁহে তুমি কতনা বাহারে
হে বিধাতা বল মোরে পূজিব কাহারে।
একদিকে মানুষ আর দিকে প্রকৃতি
এ যেন অপূর্ব এক যুগল মুরতি,
দিয়াছ তোমার দান উজাড় করিয়া
সাজায়েছ দুয়ে তুমি পরান ভরিয়া,
সৃজিয়াছ দোঁহে তুমি কতনা বাহারে
হে বিধাতা বল মোরে পূজিব কাহারে।