দাঁড়িয়ে আমি সাগর পাড়ে
আছড়ে পড়ে ঢেউ
বাহিরে নয়, হৃদয় মাঝে
দেখে না তো কেউ।
ঝোড়ো হাওয়া বইছে সেথা
খানিক বাদে দেখি
আকাশ ঢাকে কালো মেঘে
বাদল এল নাকি?
নয়কো বাদল নয়কো বৃষ্টি
নয়কো এযে ঝড়
ভাঙলো দেখি হৃদয় আমার
আপন হল পর।
কাছের মানুষ গেল দুরে
হলাম আমি একা
মহাশূন্য হৃদয় জুড়ে
ভরল শুধুই ব্যাথা।