কালকে ছিলাম ছাত্র আমি
স্যর হয়েছি আজ
তোমাদেরকে পড়ানোটাই
আমার প্রধান কাজ।
শুধুই কি আর পড়াই আমি
নিজেও কত পড়ি
চেষ্টা করি তোমাদেরকে
ভালোভাবে গড়ি।
ভবিষ্যতের বড় মানুষ
তোমরাই তো হবে
আজকে হতেই স্বপ্ন-পূরণ
প্রস্তূতি নাও তবে।
কেউবা তোমরা বড় হয়ে
হবে প্রফেসার
হয়তো বা কেউ চাইছ হতে
নাম করা ডাক্তার।
কারও বা শখ ‘গায়ক হব’
কেউবা ‘অভিনেতা’
কারও মনে আবার একটু
‘অন্য ছবি’ আঁকা।
সবাই তোমরা বড় হবে
দেশ করবে আলো
সেসব দেখে তখন আমার
লাগবে কত ভালো!
স্বপ্ন দেখো সারা জীবন
আনন্দেতে থেকো
দূরে থেকেও আমায় শুধু
একটু মনে রেখো।