ছিলাম তখন সুবোধ আমি একা
হঠাত একদিন তোমরা দিলে দেখা
হেমন্তের শেষে, নবীন বসন্ত হয়ে,
সু-মধূর সুবাস এনে বয়ে।
ছড়ালো সোনার আলো
যেন নব নব কুয়াশা ঝড়ানো কন প্রাতে,
আর আমি ভাবি শুধু
এত খুশি, এত ফুল এল কোথা হতে!
মনে পড়ে রবিবার গুলো…
মিঠে-কড়া রোদের সকাল, আর
সোম-বুধ-শুক্রের পড়ন্ত বিকেল বেলা,
স্মৃতি অগোছালো।
আর সেই পিকনিকের কথা!
সেও কি ভোলা যাবে,
নিলয়ের হাতে পাকা স্পেশাল চাউমিন…
মনে পড়ে স-ব স্মৃতি, চির অমলিন।
অবশেষে এল সেই অনিবার্য বিদায়ের দিন
চলে গেলে দূরে, তবু রয়ে গেলে মনে
ফেলে গেছ স্মৃতি গুলো, রেখেছি যতনে
এক নয়, দুই নয়, তোমাদের সব স্মৃতি
-মনে রবে চিরদিন।