সবুজ মাঠের কোলে
মাথা দুলে দুলে,
ডাকছে আমায় সবুজ ঘাস
আয় ছুটে আয় চলে।
মুচকি হেসে ডাকে যখন
আকাশের ওই তারা,
আমি তখন আপন মনে
আনন্দে হই হারা।
মিষ্টি সুরে ভোরেরে পাখি
যখন করে গান,
শিশির জমা ঘাসের তালে
নাচে আমার প্রাণ।
সবুজ মাঠের কোলে
মাথা দুলে দুলে,
ডাকছে আমায় সবুজ ঘাস
আয় ছুটে আয় চলে।
মুচকি হেসে ডাকে যখন
আকাশের ওই তারা,
আমি তখন আপন মনে
আনন্দে হই হারা।
মিষ্টি সুরে ভোরেরে পাখি
যখন করে গান,
শিশির জমা ঘাসের তালে
নাচে আমার প্রাণ।