আজকে আমার খুশির দিনে
সব পেয়েছি আমি,
চেয়েছি যা জীবন ভ’রে
নামি এবং দামী।
অর্থ-সম্পদ টাকা-পয়সা
যা প্রয়োজন তাই,
বন্ধু-বান্ধব শুভাকাঙ্ক্ষীর
অভাব কিছুই নাই।
আছে শুধু একটি অভাব
থাকবে জীবন ভরে,
সব অচেনার মাঝে শুধু
তুমিই বুঝতে মোরে।
সকল আপনজনার মাঝে
তুমিই ছিলে আপন,
তোমার আদর-সোহাগ-স্মৃতি
থাকবে সারা জীবন।
সবাই আছে পাশে এখন
নেই যে শুধু তুমি,
তোমায় ছাড়া জীবন আমার
তপ্ত মরুভূমি।
হয়তো তুমি এক দুপুরে
নামবে বৃষ্টি হয়ে,
হয়তো বা কোন ঝড়া পাতায়
তোমায় যাব পেয়ে।
জানি আমি আসবে তুমি
বলছে আমার মন,
হারিয়ে তাই খুঁজে বেড়াই
তোমায় সারাক্ষণ।
দোহাই তোমার এসো ফিরে
দাওনা দরশন,
তোমার তরে কাঁদে মা’গো
আমার পাগল মন।