অবিশ্রান্ত বৃষ্টিপাত আর
বাদল বিদায় দিয়ে,
বর্ষা শেষে শরৎ এল
হিমের পরশ নিয়ে।
শিউলি-পদ্ম-কাশফুল আর
খুশির ডালা সঙ্গে,
আনমনা মন তাইতো আমার
নেচে ওঠে আনন্দে।
শরৎ মানেই মা আসবে
সঙ্গে শুভের আলো,
শরৎ এলেই তাইতো আমার
লাগে এত ভালো!
শরৎ এল

অবিশ্রান্ত বৃষ্টিপাত আর
বাদল বিদায় দিয়ে,
বর্ষা শেষে শরৎ এল
হিমের পরশ নিয়ে।
শিউলি-পদ্ম-কাশফুল আর
খুশির ডালা সঙ্গে,
আনমনা মন তাইতো আমার
নেচে ওঠে আনন্দে।
শরৎ মানেই মা আসবে
সঙ্গে শুভের আলো,
শরৎ এলেই তাইতো আমার
লাগে এত ভালো!